মিসরীয় প্লেনের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরে

    আন্তর্জাতিক ডেস্ক : ইজিপ্ট এয়ারের নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরে পাওয়া গেছে বলে দাবি করেছে মিসরীয় তদন্ত দল। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ভূমধ্যসাগরে ধ্বংসাবশেষের ‘বেশ কয়েকটি অবস্থান’ চিহ্নিত করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পাঠানো গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে সক্ষম একটি জাহাজ ধ্বংসাবশেষের প্রথম তোলা বেশ কিছু ছবিও পাঠিয়েছে। ধ্বংসাবশেষের প্রতিটি অংশই নিখোঁজ ফ্লাইট এমএস৮০৪-এর সঙ্গে মিলে গেছে বলেও জানানো হয়। গত ১৯ মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ আরোহী নিয়ে নিখোঁজ হয় ইজিপ্ট এয়ারের এয়ারবাস এ৩২০ মডেলের ওই উড়োজাহাজটি। যাত্রাপথে কোনো বিপদ সংকেত না দিয়েই সেটি হঠাৎ করেই গ্রিক ও মিসরীয় রাডার থেকে হারিয়ে যায়। চ্যানেলআই

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *