শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে : ড. আকাশ

    রফিক আহমেদ : সকল শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম এম আকাশ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়।
    ড. এম এম আকাশ বলেন, শিক্ষক নিয়োগে প্রাথমিক যোগ্যতা নির্ধারণ করে সঠিকভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেজাল্ট হতে হবে ক্রমানুসারে যাতে রেজাল্টের তালিকা থেকে কোনো নিয়োগপ্রার্থী বাদ না পড়ে। এতে নিয়োগ প্রক্রিয়াটি উন্মুক্ত থাকবে। শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য সকল শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
    এসময় শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ও শিক্ষাবার্তা সম্পাদক অধ্যাপিকা এ এন রাশেদা, শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, ৯০’র সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান রতন, উপপরিচালক গণস্বাক্ষরতা অভিযানের কে এম এনামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এ কে এম খসরুজ্জামান, আমিনুল হক বাবু, বাঁধন খান ববি, গিয়াসউদ্দিন তালুকদার, রাশেদা পারভীন, তুর্য্য বসুনিয়া, সালমা সুলতানা ও সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন মহিদুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *