সোনালী ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি

    হাসান আরিফ : রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সার্চ কমিটি গঠন করেছে। তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সোনালী ব্যাংকের ভারপাপ্ত চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে। অপর দুই সদস্য হচ্ছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ ও মো. ফজলুল হক।
    জানা গেছে, এই কমিটি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রার্থীদের কাছ থেকে আবেদন চাইবেন। এখান থেকে যাচাই বাছাই করে তিনজনের নামের তালিকা পাঠাবে মন্ত্রণালয়ে। ওই তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করবে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এমডি নিয়োগ দেয়া হবে।
    ব্যাংকিং বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো লিমিটেড কোম্পানি হওয়ার পর এমডি নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদই মুখ্য ভূমিকা পালন করতো। এখন কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স আনতে সার্চ কমিটি গঠন করা হয়েছে।
    উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্রদীপ কুমার দত্তর শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। যদিও চুক্তি অনুযায়ি তার মেয়াদ শেষ হবে শনিবার। এদিকে বুধবার মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের ডিএমডি আতাউর রহমান প্রধানকে ভারপাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *