অপহরণের ১ বছর পর বিএনপি নেতার কঙ্কাল উদ্ধার

    আব্দুম মুনিব, কুষ্টিয়া : অপহরণের ১ বছর পর কুষ্টিয়া কুমারখালীর গড়াই ইট ভাটার মালিক ও বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
    গত বুধবার রাত সাড়ে আটটায় কুমারখালী থানা পুলিশ লাহিনীপাড়া মীর মোশাররফ হোসেন সেতুর পাশে গড়াই নদীর তলদেশের বালি সরিয়ে মিরাজের দেহের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করে।
    কুষ্টিয়া জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু জানান, মিরাজুল ইসলাম মিরাজ কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি লাহিনীপাড়ার মৃত আব্দুল গণি শেখের পুত্র।
    কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ২০১৫ সালের ৪ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিরাজ তার ব্যবসায়িক অংশীদার কোহিনুরের মোটরসাইকেলে বাড়ি থেকে লাহিনী বটতলা মোড়ে আসার পর নিখোঁজ হন। এ ঘটনায় পরের দিন ৫ জুন মিরাজের স্ত্রী শখি খাতুন কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সেটি মামলায় রূপান্তরিত হয়। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পুলিশ তদন্ত করে হত্যাকা- সর্ম্পকে নিশ্চিত হয়ে এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে শনাক্ত করে ৭ জনকে আটক করে।
    বর্তমানে ৬ জন জেল হাজতে রয়েছে। বাকি দুজন পলাতক এবং একজন জামিনে আছে। আটককৃত আসামিদের মধ্যে সলেমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মিরাজ হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে বুধবার রাত সাড়ে আটটায় গড়াই নদীর বালির তলদেশ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর মিরাজের দেহাবশেষ কঙ্কাল উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।
    ওসি জিয়াউর রহমান আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আ. লীগ নেতা শাজাহান ও তার ভাই আদর্শ কলেজের অধ্যক্ষ আলতাফ এ হত্যাকা-ের পরিকল্পনা করে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *