আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬ নিয়ে কিছুতেই সমস্যা যেন পিছু ছাড়ছে না। রেল শ্রমিকদের কর্মবিরতি, বিমান শ্রমিকদের কর্মবিরতির পর এবার শুরু হয়েছে সমর্থকদের সংঘর্ষ। আর ইংল্যান্ড-রাশিয়া ম্যাচের পর তা ছড়িয়ে পড়ছে বাকিদের মধ্যেও। ফ্রান্সে লিলে শহরে সমর্থকদের সংঘর্ষ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কিন্তু তারপরও থামছে না সংঘর্ষ। বিবিসি
ফ্রান্স পুলিশ জানায়, এত পরিমাণে গ্রেফতারের পরও বুধবার ১৬ জন ব্যক্তি সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে রয়েছে। এ সময় আতশবাজি নিয়ে ইংল্যান্ড সমর্থকদের প্রায় একশ সদস্যের একটি দল সংঘর্ষে জড়িয়ে পরলে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে জড়ানোর অপরাধে ইংল্যান্ড ও রাশিয়ার বেশ কিছু সমর্থককে এরই মধ্যে দেশটি থেকে বের করে দেয়া হয়েছে। সামনে ইংল্যান্ড ও ওয়ালসের ম্যাচের সংঘর্ষের শঙ্কা রয়েছে বলে জানায় ফ্রান্সের পুলিশ বিভাগ।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.