রাজধানীতে পুরোহিতসহ তিন জনের অপমৃত্যু মিরপুরে সেবিকার লাশ উদ্ধার

    সুজন কৈরী : রাজধানীতে পৃথক ঘটনায় পুরোহিতসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। তারা হলেন ইস্কন মন্দিরের পুরোহিত জয়দেব দাস, শ্রমিক ফারুক হোসেন ও সুমন মিয়া।
    এছাড়া মিরপুরে শুক্লা ম-ল নামের এক সেবিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
    পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ওয়ারীর ইস্কন মন্দিরে গতকাল ভোরে পূজার্চনা করছিলেন মন্দিরের পুরোহিতরা। এ সময় জয়দেব দাস কাপড় শুকানোর তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়দেব দাসের বাড়ি বরিশালে।
    এদিকে মৃত ফারুকের সহকর্মী রফিকুল ইসলাম জানান, তারা মগবাজারের নিলা ডেকোরেটারের কর্মচারী। গতকাল ভোরে তারা প্রেস ক্লাবের ভেতর প্যান্ডেল তৈরির কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ফারুক উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ফারুক পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সুলতান হাওলাদেরের ছেলে। অপরদিকে মৃত সুমনের সহকর্মী আলম হাসান জানান, সিদ্ধেশ্বরীর স্কুল মাঠে মৌচাক ফ্লাইওভারের কাজ করার যন্ত্রপাতি রাখা ছিল। গতকাল সকালে মেশিন সরানোর সময় মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সুমন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এছাড়া গতকাল দুপুরের দিকে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের নিজ বাসা থেকে শ্যামলী শিশু হাসপাতালের সেবিকা শুক্লা ম-লের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    মিরপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে শুক্লার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এসআই জানান, মৃত শুক্লার স্বামী মৃদুল ম-ল সিঙ্গাপুর প্রবাসী। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নেসারাবাদের বাকনাতলায়। শুক্লার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *