আবু সাঈদ যোবায়ের
রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এছাড়াও জীবন বাঁচানোর জন্যও রক্ত দেয়ার প্রয়োজন পড়ে প্রায়শই।
রমজানে রোজা রেখে রক্ত দিতে অনেকে অস্বস্তি বোধ করেন। না জানি রোজার কোনো অসুবিধা হয়। আসলে রক্ত দিলে রোজার কোনো অসুবিধা নেই। তাই টেস্ট বা রোগ নির্ণয় পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা কষ্টকর হয়ে যায়। তাই দুর্বল লোকদের জন্য রোজা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোজা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোজা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোনো অসুবিধা নেই।
সহিহ বুখারি, হাদিস ১৯৩৬, ১৯৪০, আলবাহরুর রায়েক ২/২৭৩; কিতাবুল আসল ২/১৬৮; মাজমাউল আনহুর ১/৩৬০
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.