শামীম আহমেদ, বরিশাল : ধারালো অস্ত্রসহ শেরে বাংলা মেডিক্যালের দুই ছাত্রকে বৃহস্পতিবার রাতে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র সাবা-বিন মজিদ ও আব্দুল্লাহ আল মামুন। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি ও ছয়টি সেভেন আপের কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোড এলাকায় চেকপোষ্টে তল্লাশীর সময় সন্দেহজনক ওই দু’যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশী করে একটি ধারালো ছুরি, হাতুড়ী ও সেভেন আপের বোতল উদ্ধার করা হয়। আটককৃতরা মেডিক্যালের ৪র্থ বর্ষের ছাত্র। ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.