ওই সময়টা আমার জীবনে নোম্যানস্ ল্যান্ডের মতোই

    শমী কায়সার
    ’৯৮-এর মাঝামাঝি ঢাকা থিয়েটারে ‘বনপাংশুল’ মঞ্চায়ন হলো। চমৎকার একটা নাটক। আমাকে আরেকটা স্পেস দিয়েছিল। বডির মুভমেন্ট, বডির স্ট্রাকচার, দম নেয়া তখন শিখলাম। ‘বনপাংশুল’ এমনই একটা নাটক ছিল। প্রচুর দর্শক আসত। পুরোপুরি হাউসফুল থাকত। আমার চরিত্র ছিল ‘সোনামুখি’। অসাধারণ চরিত্র। ’৯৯ আমার জীবনে অনেক বড় একটা টার্নিং। একজন মেয়ে কিন্তু প্রথমে তার ক্যারিয়ারের স্বপ্ন দেখে না। সে তার সংসারের স্বপ্ন দেখে। স্বামী, সংসার, ছেলেমেয়েÑ এই তো। এই সাধারণ স্বপ্নই তো! অন্য সবার মতো আমারও সাধারণ স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই প্রেম এবং সবার অমতে বিয়ে। জীবনের এই অধ্যায়টি নিয়ে আমি কিছুই বলতে চাই না। নিয়তি আর বাস্তবতা কে কাকে কোথায় নিয়ে যায়, কেউ জানে না। স্মৃতিগুলো এখনও আমাকে আঘাত দেয়। জানি না কেউ বিশ্বাস করবে কি না। হয়তো আজ নয়, অন্য কোনোদিন এ নিয়ে লিখবো। আমি মনে করি, ওই সময়টা আমার জীবনে এমন, একটা দেশ থেকে আরেকটা দেশে যাবার সময় মাঝখানে যে নোম্যানস্ ল্যান্ড থাকে। ওই সময়টা আমার জীবনে নোম্যানস্ ল্যান্ডের মতোই।
    লেখক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব
    সম্পাদনা : জব্বার হোসেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *