কোপার সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

    স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে স্বাগতিকরা।
    শেষ চারের খেলায় তারা মুখোমুখি হবে আগামীকাল রোববার মাঠে গড়ানো আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার জয়ী দলের। শক্তির বিচারে আপাতদৃষ্টিতে সেমির লড়াইয়ে আর্জেন্টিনার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সেঞ্চুরি লিংক ফিল্ডে ম্যাচের শুরু থেকে লাগামটা যুক্তরাষ্ট্রের হাতেই ছিল। দলের প্রাণভোমরা ক্লিন্ট ডেম্পসিও নিজেকে দারুণভাবে মেলে ধরেন। বারবার আক্রমণ শানান ইকুয়েডরের দুর্গে। খেলার পাঁচ মিনিটে ডেম্পসিকে গোলবঞ্চিত করেন সফরকারী দলের গোলরক্ষক আলেক্সান্ডার ডোমিনগুয়েজ। ইন্টারনট
    ম্যাচের ২২ মিনিটে ইকুয়েডরের ডিফেন্ডারদের জটলায় বল নিয়ে খানিকটা থমকে দাঁড়ান ববি উড। পরক্ষণেই তা ঠেলে দেন জার্মেই জোন্সের দিকে। তিনি বলটি উড়িয়ে দেন ডেম্পসিকে। দুর্দান্ত এক হেডে ইকুয়েডরের জাল কাঁপান যুক্তরাষ্ট্রের প্র্রাণভোমরা (১-০)। ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্র অবশ্য হতাশার রাজ্যে প্রবেশ করে। এ সময়ে ইকুয়েডরের ফরোয়ার্ড অ্যান্টোনিও ভ্যালেন্সিয়াকে বাজেভাবে ট্যাকেল করতে গিয়ে লাল কার্ড (দুটি হলুদ কার্ড মিলে) দেখে মাঠ ছাড়েন ছন্দে থাকা জার্মেই জোন্স। এরপর দশ জনের দলে পরিণত হওয়া স্বাগতিক শিবির অবশ্য ঘাবড়ে যায়নি।
    খেলার ৬৫ মিনিটে ফের ইকুয়েডরের রক্ষণদুর্গে আঘাত হানেন ডেম্পসি। নিজে ঝুঁকি না নিয়ে বল ঠেলে দেন অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা গায়াসি জার্ডেসের দিকে। পায়ের আলতো ছোঁয়ায় বলটি ইকুয়েডরের জালে জড়িয়ে দেন গ্যালাক্সির এই তারকা ফুটবলার। তখন যুক্তরাষ্ট্র এগিয়ে ২-০ গোলে। ৭৪তম মিনিটে যুক্তরাষ্ট্রের কোচ ক্লিন্সম্যানের হৃদয়ে কম্পন ধরিয়ে দেন মাইকেল অরোয়ো। ফি-ফ্রিক থেকে পাওয়া বলটি দুর্দান্ত এক নিচু শটে স্বাগতিকদের জালে জড়িয়ে পরাজয়ের ব্যবধান কমান। সম্পাদনা: পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *