চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকু- এবং রাউজানে আলাদা আলাদা অভিযান চালিয়ে পুলিশ জেএমবির ২ জন এবং হিজবুত তাহরীর ১ কর্মীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। আটকরা আলোচিত জঙ্গিনেতা বাংলাভাইয়ের সহযোগী ছিলো বলে জানায় পুলিশ।
সীতাকু- পুলিশ কুমিরা এলাকা থেকে জেএমবি সদস্য জুলফিকার আলী ও আলাউদ্দিনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন জেলে ছিল। সম্প্রতি জামিন নিয়ে বের হয়ে পুনরায় জেএমবি তৎপরতা শুরু করে।
অপরদিকে রাউজানের ইয়াছিনগর এলাকা থেকে হিজবুত তাহরীর কর্মী মুহিবুল আলমকে গ্রেফতার করে রাউজান পুলিশ। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় হিজবুত তাহরীর জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকার বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদেরকে গতকাল শুক্রবার বিকেলে আদালতে হাজির করার কথা। সম্পাদনা : সুমন ইসলাম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.