জামিন পেলেন মাহির কথিত স্বামী শাওন

    Mahiমামুন খান : চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম ওরফে শাওনকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।
    বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম শুনানি শেষে শাওনের জামিন মঞ্জুর করেন। শাওনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী বেলাল হোসেন।
    জামিন শুনানিতে তিনি বলেন, মাহির সাথে শাওনের এক বছর আগে বিয়ে হয়। মাহি তার বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করেন। এতে তিনি আইনগত অপরাধ করেছেন।
    আইনজীবী আরো বলেন, এসব চিত্রনায়িকার এক বা একাধিক বিয়ে হওয়া অস্বাভাবিক নয়। মাহি তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করে আইনগত অপরাধ করেছেন। তাই সবদিকে বিবেচনা করে শাওনকে জামিন দেওয়া হোক।
    আইনজীবী আরো বলেন, মাহিয়া মাহীর বাবা-মা জামিনে আপত্তি নেই মর্মে হলফনামা দিয়েছিল। আর আমরা মাহিয়া মাহীর সঙ্গে শাওনের বিয়ের কাগজপত্র আদালতে দেখিয়ে জামিন চেয়েছি, আদালত জামিন মঞ্জুর করেছেন।
    শুনানিকালে আদালতে মাহিয়া মাহীর পিতা আবু বকর সিদ্দিক এবং মা দিলরুবা ইয়াছমিন ছবি আদালত উপস্থিত ছিলেন। তারা আদালতে হলফনামার মাধ্যমে তাদের জামিনে আপত্তি নেই মর্মে উল্লেখ করেন। তবে মাহিয়া মাহী আদালতে উপস্থিত ছিলেন না। মাহিয়া মাহির প্রকৃত নাম শারমিন আক্তার নীপা।
    উল্লেখ্য, গত ২৮ মে শাওনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ মে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
    মামলায় বলা হয়, গত ২৫ মে তাঁর (মাহিয়া মাহির) বিয়ে হয়। গত ২৭ মে তাঁর বন্ধু আসামী শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাঁকে সামাজিকভাবে হেয় করতে আসামীরা এসব করছেন। শাহরিয়ার ছাড়াও তাঁর (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহির ধারণা।
    সূত্র জানায়, নায়িকা মাহীর সঙ্গে স্কুলজীবন থেকে শাওনের পরিচয়। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেন। মাহীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ধরেই একসময় তাদের মধ্যে প্রেম হয়। দুজনের মধ্যে সে সময় অন্তরঙ্গ সম্পর্কও ছিল। গত ২৫ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহীর বিয়ে হয়। এতে শাওন ক্ষুব্ধ হয়ে মাহীকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *