দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন (ভিডিও)

    1-Spains-Alvaro-Morata-cel-550x344ডেস্ক রিপোর্ট : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল স্পেন। আক্রমণভাগের দারুণ নৈপুণ্যে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
    শুক্রবার রাতে তুরস্কের জালে আলভারো মোরাতা দুটি ও নোলিতো একটি গোল করেন।
    ফ্রান্সের নিসে প্রতিপক্ষের ভুলে শুরুতেই গোল পেয়ে যেতে পারতো স্পেন। দশম মিনিটে আলভারো মোরাতাকে লক্ষ্য করে ক্রস বাড়িয়েছিলেন জর্দি আলবা, তা প্রতিহত করতে পা বাড়িয়ে দেন ডিফেন্ডার হাকান বাল্তা। তার পায়ে লেগে উল্টো বল জালে ঢোকার মুখে পোস্টে লাগালে বেঁচে যায় তুরস্ক।
    প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ দিকে হেডে জয়সূচক গোল করা জেরার্দ পিকে এ দিনও দলকে এগিয়ে দিতে পারতেন। তবে বেশি লাফিয়ে ওঠা বার্সেলোনা ডিফেন্ডারের হেড এক ড্রপে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ২৯তম মিনিটে নোলিতোর হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে গত দুইবারের চ্যাম্পিয়নদের।
    গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। দুই ফরোয়ার্ড মোরাতা ও নোলিতোর জ্বলে ওঠায় তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করে ফেলে ভিসেন্তে দেল বস্কের দল।
    ৩৪তম মিনিটে নোলিতোর ক্রস ছয় গজ বক্সের সামনে পেয়ে হেডে বল জালে জড়ান ইউভেন্তুস ফরোয়ার্ড মোরাতা। দ্বিতীয় গোলটি আসে রক্ষণভাগের ভুলে; সেস ফাব্রেগাসের উঁচু করে বাড়ানো বল ডি বক্সে সহজেই বিপদমুক্ত করতে পারতেন ডিফেন্ডার মেহমেত তোপাল, কিন্তু তার হেড পেয়ে যান আরও সামনে ঢুকে পড়া নোলিতো। বিনা বাধায় গোলরক্ষককে পরাস্ত করেন সেল্তা ভিগোর স্ট্রাইকার।
    দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মোরাতা। ৪৮তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার রক্ষণচেরা পাস ডি বক্সে পেয়ে আলবা নি:স্বার্থ পাস দেন মোরাতাকে। বিনা বাধায় গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।
    দুই মিনিট পরেই হ্যাটট্রিক পূরণ করতে পারতেন মোরাতা; কিন্তু তার হেড পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। ৬৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ব্র“নোর নীচু শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

    https://youtu.be/u4KKk5T676Q

    শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় অলজাই সাহান। কিন্তু বল পায়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকেও শট নিতে দেরি করে ফেলেন বেসিকতাসের এই ফরোয়ার্ড।
    দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া স্পেনের ‘ডি’ গ্রুপে কমপক্ষে রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়ে গেল।
    চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়ার মধ্যে হওয়া ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
    ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। চেক রিপাবলিকের পয়েন্ট ১। সবার নিচে তুরস্কের পয়েন্ট ০। বিডিনিউজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *