কিরণ সেখ : দেশ নিয়ে যারা চিন্তা করেন তারা আজ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
‘সারাদেশে গুম-খুন-গুপ্তহত্যা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহবুবুর রহমান বলেন, দেশের নিরাপত্তার বিষয়টি সব চেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। আর এটা পারিবারিক, ব্যক্তিগত কিংবা জাতীয় যে ধরনের নিরাপত্তাই হোক না কেন?
তিনি বলেন, গুম-খুন ও হত্যা আজ নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মসজিদের ইমামসহ সকল ধর্মের লোককে হত্যা করা হচ্ছে। তবে প্রকৃত হত্যাকারীদের না ধরে এসব ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রকৃত হত্যাকারীদের না ধরে বিএনপি-জামায়াতকে এভাবে দোষারোপের ঘটনা অব্যাহত থাকলে ব্লেইম গেইমের আড়ালে দেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে, যেটা কাম্য নয় বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্যে রাখেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.