আন্তর্জাতিক ডেস্ক : অভিনয় শিল্পে অবদান রাখার জন্য এবার ‘নাইট’ উপাধি পেলেন হলিউড অভিনেতা কেভিন স্পেসি। ১৬ জুন তার এই সম্মাননা তুলে দেন ব্রিটেনের প্রিন্স চার্লস। বিডিনিউজ
ব্রিটিশ সরকারের দেয়া সর্বোচ্চ পাঁচটি সম্মাননা পদকের মধ্যে ‘নাইট’ উপাধি হল দ্বিতীয়, যা এখন পর্যন্ত পেয়েছেন বেন কিংসলে, ড্যানিয়েল ডে লুইসের মত তারকারা। দুইবার অস্কার বিজয়ী অভিনেতা স্পেসি এর আগে ২০১০ সালে ভূষিত হয়েছিলেন ব্রিটিশ সরকারের দেয়া তৃতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সিবিই’ (কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার) পদকে। মূলত ‘আমেরিকান বিউটি’ এবং ‘দ্য ইউজুয়াল সাসপেক্ট’-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত স্পেসি। তবে ২০১৩ সাল থেকে সাড়া ফেলেছেন মার্কিন টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ডস’এ ক্ষমতালোভী প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে। নাইট’ উপাধি পাওয়ার পর এবার নিজের নামের আগে ‘স্যার’ শব্দটি ব্যবহার করতে পারবেন স্পেসি। বৃহস্পতিবার এই খবরটি ভক্তদের জানান স্পেসি নিজেই। ফেইসবুক পেইজে প্রিন্স চার্লসের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘টিভিতে হয়ত আমি প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করছি, তবে বাস্তব জীবনে আমি আজ থেকে ‘স্যার’।’
৫৬ বছর বয়সী এই অভিনেতা এখন ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘নাইন লাইভস’-এর প্রচারণায়। এদিকে ‘হাউজ অফ কার্ডস’এর পঞ্চম সিজন মুক্তি পাবে ২০১৭ সালে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.