দীপক চৌধুরী : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টানপল্লীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত সুনীল গোমেজের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও নাটোরের দুই সাংসদ নিহত সুনীলের বাড়িতে যান। এ সময় প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা ও সাংসদ শফিকুল ইসলাম ৫০ হাজার টাকা সুনীলের স্ত্রীর হাতে তুলে দেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম ও নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস নিহত সুনীল গোমেজের বাড়িতে গিয়ে তার স্ত্রী, কন্যা ও ভাইয়ের সঙ্গে হত্যাকা-ের বিষয়ে কথা বলেন। প্রতিমন্ত্রী ও সাংসদেরা তাদের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার হবে বলেও তাদের আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑ নাটোরের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন, বড়াইগ্রামের ইউএনও মো. রুহুল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্ত রঞ্জন সাহা প্রমুখ।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.