৩ডেস্ক রিপোর্ট : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিতে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে তার কোনো গান নেই এতে। শুধু আবহসংগীত তৈরির দায়িত্ব পালন করেছেন তিনি।
এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘সম্রাট’। এরই মধ্যে ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। তাই গত কয়েকদিন দিনরাত হৃদয়ের ব্যস্ততা ছিলো এ ছবির আবহসংগীতের কাজে।
পরিচালক রাজ বললেন, ‘আমার কাছে এখন হৃদয় খানকেই এ কাজের জন্য যোগ্য মনে হয়েছে। তিনি দারুণ কাজ করেছেন। আমি সন্তুষ্ট।’
সম্প্রতি রাজের পরিচালনায় ‘রূপকথা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন হৃদয় খান। এতে তাকে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে। এটি প্রচার হবে রোজার ঈদে। এর বাইরে ঈদের আরও দুটি নাটকে অভিনয় করেছেন হৃদয়। বাংলানিউজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.