ইসমাঈল হুসাইন ইমু : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শুক্রবার তিন শীর্ষ সন্ত্রাসীকে কাশিমপুর কারাগার থেকে বিভিন্ন কারাগারে নেওয়ার নির্দেশ দেন। এই নির্দেশের কারণে গতকাল শনিবার কিলার আব্বাসকে যশোর কারাগার, খোরশেদ আলম রাসুকে কুমিল্লা কারাগার ও পিচ্চি হেলালকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। এরপরই সাংবাদিক পরিচয়ে কিলার আব্বাসের লোকজন ‘শেষ দেখে নেওয়া হবে’ বলে তার মোবাইল ফোনে খুদে বার্তায় হুমকি দেয়।
তিনি জানান, এ বিষয়ে কোনো জিডি করা হবে না। কারণ হিসেবে তিনি জানান, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর এ হুমকি এসেছে সেহেতু তিনিই এর ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, এই তিন শীর্ষ সন্ত্রাসী কাশিমপুর কারাগারে থেকে মোবাইল ফোন ব্যবহার করে ব্যবসা, চাঁদাবাজি, কারাভ্যন্তরে মাদক ব্যবসাসহ বাইরের বিভিন্ন অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও তাদের নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে তাদের সহযোগীরা। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.