আগস্টে এনসিএল খেলবেন আশরাফুল

    Asrafulএল আর বাদল : আগামী আগস্টে মাঠে গড়াবে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এই লিগের মধ্য দিয়ে তিন বছর পর আবারও ব্যাট হাতে মাঠে নামবেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর নিষিদ্ধ হন এই মারকুটে ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কাটিয়ে আগস্টে ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচিতে রয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আশরাফুল নিজেই ওই টুর্নামেন্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার কথা জানালেন।
    তিনি বলেন, আমি আগস্টে আসন্ন ন্যাশনাল ক্রিকেট লিগেই (এনসিএল) আমি ফিরছি। খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি। আমার দৃঢ় বিশ্বাস দ্বিতীয়বার মাঠে নেমে পারফরমেন্স খুব একটা খারাপ হবে না। ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে চাই।
    আশরাফুল বলেন, আমি আমার জীবনের দ্বিতীয় সুযোগটি পেতে যাচ্ছি। আমি যদি দুর্ভাগা হতাম, তাহলে এই ধরনের কাজের সঙ্গে জড়ানোর পর ক্রিকেটে ফিরতে পারতাম না। আমি সৌভাগ্যবান বলেই আরেকবার ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছি। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *