ঈদের দুই নাটকে শিউলী শিলা

    নিজস্ব প্রতিবেদক ঃ অনেকদিন অভিনয়ে নিয়মিত নেই শিউলী শিলা। তবে এবারের ঈদে দুটি বিশেষ নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে তিনি দুটি নাটকের শুটিংও সম্পন্ন করেছেন। একটি আরমান হোসেনের ‘মধ্যনগর যাবো’ ও অন্যটি শোয়েব আহমেদ’র ‘আমি বাবলু বলছি’। নাটক দুটি যথাক্রমে রচনা করেছেন রূপক কিরণ তালুকদার ও বিশ্বনাথ তালুকদার। দুটি নাটকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে শিউলী শিলাকে। শিলা বলেন,‘পারিবারিক ব্যস্ততার কারণে বিগত বেশ কয়েকমাস অভিনয় থেকে আমাকে একটু দূরে থাকতে হয়েছে। তবে এবারের ঈদে দুটি বিশেষ নাটকে দেখা যাবে আমাকে। আশাকরি দুটি নাটকই দর্শকের ভালোলাগবে।’ পরিচালক আরমান হোসেন জানান ‘মধ্যনগর যাবো’ নাটকটি আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এবং শোয়েব আহমেদ জানান আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে ‘আমি বাবলু বলছি’ নাটকটি।
    এদিকে কাল ২০ জুন শিউলী শিলার জন্মদিন। জন্মদিনটিতে তিনি তার পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে উদ্যাপন করবেন বলে জানান শিলা। শিলা বলেন,‘ যেহেতু রমজান মাস , তাই নিজের জন্মদিনে বিশেষ কিছু করার সুযোগ নেই এবার। তবে সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।’ এর আগে দু’তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। কিন্তু নাটকে ব্যস্ত হয়ে যাবার কারণে শিলা চলচ্চিত্রে নিজেকে সময় দিতে পারেননি। তাছাড়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য তখন আর সেভাবে প্রস্তুতও ছিলেন না তিনি। তবে এখন তিনি মন থেকে যেমন চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত ঠিক তেমনি অভিনয়ে মোটামুটি সিদ্ধহস্ত হয়েই তিনি কাজ করতে চাচ্ছেন। শিউলী শিলা বলেন,‘ আসলে আগেতো অভিনয় খুব বেশি ভালো করতে পারতাম না। কিন্তু এখন যেসব নাটকে কাজ করছি তা চরিত্র এবং গল্প বুঝে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করছি। এর আগে দু’তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু নামে মাত্র সেগুলোতে কাজ করেছি। কিন্তু আমি মনেকরি এখন আমার চলচ্চিত্রে কাজ করার উপযুক্ত সময়। কারণ এখন আমি অভিনয়ে বেশ পরিপূর্ণ। যেকান ভালো এবং চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পারবো আমি। ’
    ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *