উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

    সুজন কৈরী : রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে প্রায় একশ পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে দমকল বাহিনী। গতকাল শনিবার বিকাল থেকে রাত অবধি চলা অভিযানে উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধবিহার সংলগ্ন একটি খাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
    বিকাল থেকে এ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। সর্বশেষ গতকাল রাত ৯টায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সম্পর্কে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইউসুফ আলী বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৯৫টি বিদেশি পিস্তল, দুটি দেশি পিস্তল, ১০টি বেয়নেট রয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিনের মধ্যে রয়েছে ৭.৬২ বোর পিস্তলের ১৮৯টি, গ্লোক পিস্তলের ১০টি, এসএমজির ২৬৩টি। এছাড়া ৭.৬২ পিস্তলের ২২০ রাউন্ড, নাইনএমএম পিস্তলের ৮৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর বাইরে গুলি তৈরি করার কাজে ব্যবহৃত ১০৪টি মোল্ট উদ্ধার করা হয়েছে।
    দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তুরাগ থানার পুলিশের তথ্যের ভিত্তিতে গতকাল বিকাল ৫টা থেকে এ অভিযান শুরু করা হয়েছে। ডুবুরি মনির ও মকবুল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ওই খালে আরও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে দমকল বাহিনী ধারণা করছে।
    তুরাগ থানার ওসি মাহবুবে খোদা, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছেন। সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *