ছানাউল্যাহ নূরী, গাজীপুর : মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার পরিবারের নয় সদস্য। গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় পরিবারের সদস্যদের মধ্যে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিম, তাহমিনা আক্তার, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার, ভাগিনা রুমান পারভেজ, আব্দুল আল মাহাদী, ভাতিজা শুভ মজুমদার এবং কেএম রশিদ উদ্দিন ছিলেন। কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ জানান, শনিবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের ৯ জন সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন। পরে দুপুর পৌনে ১টার দিকে তাদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়।
প্রসঙ্গত, গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দী রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি এ কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে ফাঁসির কনডেম সেলে রাখা হয়েছে। গত ৮ মার্চ আদালত মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের আদেশ দেন। বিচারকদের স্বাক্ষরের পর চলতি মাসের ৬ জুন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে মধ্যরাতে ওই পরোয়ানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। ৭ জুন সকালে মীর কাসেম আলীকে মৃত্যুর পরোয়ানা পড়ে শুনানো হয়। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.