তাসকিনের বলে আহত শুভ শঙ্কামুক্ত

    dsopkreogনিজস্ব প্রতিবেদক : তাসকিনের বলে আহত সোহরাওয়ার্দী শুভকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন ডাক্তার। সেই সঙ্গে জানানো হয়েছে তিনি আপাতত শঙ্কামুক্ত।
    বিসিবি নিশ্চিত করেছে, এমআরআই ও সিটিস্ক্যানে বড় কিছু ধড়া পড়েনি । শুধু ংবপড়হফ ঈবৎারপধষ ঝঢ়রহব-এ সামান্য চিড় ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাখা হয়েছে নিউরো আইসিইউতে। অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এসব ক্ষেত্রে অনেক সময় হঠাৎ কিছু সমস্যা মাথাচাড়া দেয়। সেটা ছাড়া আপাতত খুব দুর্ভাবনার কিছু নেই।
    ভিক্টোরিয়ার হয়ে খেলা এই ব্যাটসম্যান ইনিংসের ২৫তম ওভারে ব্যাট করছিলেন। তাসকিনের ওভারের তৃতীয় বলটি আঘাত করে হেলমেটের ঠিক নিচে, ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। তবে জ্ঞান হারাননি। অবাক করার বিষয় হলো দেশের এত বড় একটা ঘরোয়া টুর্নামেন্টে মাঠে অ্যাম্বুলেন্স রাখেনি বিসিবি। সঙ্গত কারণে মিরপুর থেকে গুলশান অ্যাপোলো হাসপাতালে নিতে ২০ মিনিট দেরি হয়। পরে একটি মাইক্রোবাসে করে শুভকে হাসপাতালে নেওয়া হয়। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *