নাটকে প্রথম লাভলু-সাবিলা নূর

    অভি মঈনুদ্দীন : এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা যাবে নির্মাতা ও অভিনেতা সালাহ উদ্দিন লাভলুকে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তারসঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের তন্বী তরুনী অভিনেত্রী সাবিলা নূর। হিমেল আশরাফ পরিচালিত ‘মিষ্টার পাষাণ ইজ ব্যাক’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন,‘ হিমেলের নির্দেশনায় গত বছর মিষ্টার পাষাণ নাটকে অভিনয় করেছিলাম। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। সেই ধারাবাহিকতায় এবার হিমেল নির্মাণ করেছেন মিষ্টার পাষাণ ইজ ব্যাক। দারুণ গল্প। খুব ভালোলেগেছে কাজটি করতে। আশাকরি দর্শকেরও ভালোলাগবে। সাবিলা নূর নতুন হিসেবে অনেক ভালো অভিনয় করেছে। ’ সাবিলা নূর বলেন,‘ লাভলু ভাই অনেক গুণী একজন নির্মাতা। তারসঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছি তারসঙ্গে কাজ করে। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে। হিমেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। সবার প্রতি বিশেষ অনুরোধ থাকলো নাটকটি দেখার জন্য।’ এদিকে আসছে ঈদে লাভলু নির্দেশিত কইন্যা নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। সাবিলা নূর আজ মাহফুজ আহমেদ নির্দেশিত একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রাজধানীর তিনশো ফুট এলাকায়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *