সাখাওয়াত হোসেন সেলিম, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্কের ব্রঙ্কসে তারাবির নামাজে যাওয়ার সময় এক বাংলাদেশি মুসল্লি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের ম্যাগ্রো অ্যাভিনিউর একটি মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় আতিক আসলাম (৩১) নামে ওই বাংলাদেশি মুসল্লিকে বেধড়ক পিটিয়েছে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক। তারা তার সাথে থাকা ওয়ালেট বা অন্য কিছুই নেয়নি। এটাকে সবাই হেইট ক্রাইম বলে ধারণা করছেন। আতিক আসলামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। তিনি পার্কচেস্টার এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আতিক আসলাম ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো অ্যাভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় মসজিদটির অদূরে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক হঠাৎ তার উপর হামলে পড়ে। যুবকরা তাকে বেধড়ক পিটিয়ে কিল ঘুষি মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশে কল করে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনাকে নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে ধারণা করছেন। এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.