মাসুদ আলম : রাজধানীর খিলক্ষেত এলাকায় হেরোইনসহ গ্রেফতার সাইফুল আন্তর্জাতিক হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গতকাল শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন । তিনি বলেন, সাইফুলের মামা ছিলেন আন্তর্জাতিক হেরোইন চক্রের সদস্য। ২০১৪ সালে হেরোইন পাচার করতে গিয়ে চীনে গ্রেফতার হন তিনি। পরে সেখানে তার ফাঁসি হয়। এর পরে মামার এক সহযোগীর মাধ্যমে সাইফুল হেরোইন ব্যবসায়ী চক্রে সক্রিয় হন। পরে সাইফুল পাকিস্তান থেকে হেরোইন এনে তা চীনে পাচার করতেন। তার পাসপোর্টে একাধিকবার পাকিস্তান ও চীনে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন সময় গুঁড়া দুধ, সাবানের পাউডারের নামে হেরোইন নিয়ে আসতেন সাইফুল। পরে তা বাংলাদেশ থেকে চীনে পাচার করতেন । এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.