রিকু আমির : ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে লাখো আলেম-উলামা স্বাক্ষরিত ৩০ খ-ের ফতোয়ার এক কোটি কপি ছাপিয়ে দেশব্যাপী ছড়িয়ে দিতে ১০০ জন বিত্তবানের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা ফরীদ উদ্দিন মাসঊদ।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। লাখো আলেম স্বাক্ষরিত ফতোয়া প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছিÑ এক কপি ছাপাতে খরচ হয় ১০ টাকা। ১০০ জনের প্রত্যেকে লাখ টাকা দিলে এক কোটি ছাপা হয়ে যায়। এই ফতোয়ার মূল অংশ বই আকারে কোটিখানেক ছেপে সর্বত্র পৌঁছে দিলে দেশ ও সমাজের অনেক বেশি লাভ হবে। সম্পাদনা : সুমন ইসলাম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.