এম রবিউল্লাহ: বাহরাইনের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশি ২০ বছরের এক যুবকের সাজার মেয়াদ ৫ বছর কমিয়েছে। গাঁজা চোরাচালানের সঙ্গে তার সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ায় এর আগে আদালত তাকে ২০ বছরের সাজা দিয়েছিল। ডিটি নিউজ
বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গাঁজাসহ আটক করা হয়েছিল। তার সঙ্গে থাকা একটি ব্যাগে এক কেজি গাঁজা পায় কাস্টম কর্মকর্তারা। এই গাঁজা সম্পর্কে কিছু জানে না বলে আদালতকে জানায় সাজাপ্রাপ্ত ওই যুবক।
দুই মাস আগে বাংলাদেশ থেকে এই যুবক বাহরাইনে এসেছিল। যে ব্যাগ থেকে কাস্টম কর্মকর্তারা গাঁজা পেয়েছে, তা তার চাচাত ভাইয়ের। এই ব্যাগে কি আছে তাও তার জানা নেই বলে সে জানায়। সম্পাদনা : রাশিদ রিয়াজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.