বিনা বিচারে সব ধরনের হত্যা হারাম : মাওলানা মাসঊদ

    রিকু আমির : বিনা বিচারে সব ধরনের হত্যা হারাম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

    শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
    প্রশ্ন ছিল, সম্প্রতি জঙ্গি-সন্ত্রাসী আখ্যা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে যেভাবে হত্যা করছে, ইসলাম এ সম্পর্কে কী বলে?
    ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লাখো আলেম-উলামার স্বাক্ষর সংবলিত ফতোয়া প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরে মাসঊদ আরও বলেন, বিনা বিচারে সব ধরনের হত্যা হারাম। এখন সে যে-ই হোক, যতো বড় অপরাধীই হোক। বিচারের আওতায় তাকে আনতেই হবে। অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালানো ও বিনা বিচারে অন্য ধর্মের লোকজনকে হত্যাও হারাম। সম্পাদনা : সুমন ইসলাম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *