আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি প্রকাশিত বিশ্ব শান্তি সূচকে (গ্লোবাল পিস ইডেক্স) সিরিয়াকে সবচেয়ে বিপদ জনক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬৩টি দেশের উপর পর্যবেক্ষণের পর এ চিত্র পাওয়া গেছে। ইয়াহু নিউজ
বিপদ জনক দেশের তালকিায় দ্বিতীয় স্থানে দক্ষিণ সুদান। আর ইরাকের স্থান তৃতীয়। চতুর্থ স্থানে আছে আফগানিস্তান। আর ক্রমানুসারে অন্য দেশগুলো হলো সোমারিয়া ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইউক্রেন, সুদান, লিবিয়া, পাকিস্তান কঙ্গো, রাশিয়া, উত্তর কোরিয়া ও নাইজেরিয়া।
আন্তর্জাতিক গবেণষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স এন্ড পিস এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন তৈরির সময় ২৩ সূচক ব্যবহার করেন গবেষকরা। এই সূচকগুলোকে তিনটি প্রধান ভাগে বিন্যস্ত করা হয়। এগুলো হলো সামাজিক নিরাপত্তা পরিস্থিতি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকায়ন।
কোন দেশের শান্তি পরিস্থিতিকে পরিমাপ করা হয়েছে সামাজিক নিরাপত্তা ও সংঘাত বিশ্লেষণ করে। ৫ পয়েন্ট ধরে পরিচালিত পর্যবেক্ষণে পয়েন্ট যত কম শান্তি তত বেশি।
কোন বিস্ময় ছাড়াই বিপদ জনক দেশের তালিকার শীর্ষে সিরিয়া। এই দেশটির পয়েন্ট হলো ৫-এ ৩ দশমিক ৮০৬। সিরিয়ার চলমান সংঘাতে গত ৫ বছরে নিহত হয়েছে অন্তত আড়াইলাখ মানুষ। বাস্তচ্যুত হয়েছে কমপক্ষে ৯০ লাখ।
প্রতিবেদনে বলা হয় পৃথিবী দিন দিন অশান্ত হয়ে উঠছে। তবে এতে এও বলা হয়েছে, অবনতিশীল শান্তি পরিস্থিতির দেশের চেয়ে গত বছর শান্তি পরিস্থিতির উন্নতি হয়েছে এমন দেশের সংখ্যা বেশি। এমন দেশ আছে ৮১টি। যেসব দেশের শান্তি পরিস্থিতি খারাপ হওয়ার জন্য দায়ী সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতা। সম্পাদনা রাশিদ রিয়াজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.