আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর জঙ্গি বিমানে প্রথমবারের মতো তিন নারী পাইলট কমিশন লাভ করেছেন। ভারতের ইতিহাসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। বাসস
শনিবার হায়দারাবাদে বিমানবাহিনী অ্যাকাডেমিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের উপস্থিতিতে জঙ্গিবিমানের পাইলট হিসেবে তিন ক্যাডেট আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অভিষিক্ত হয়েছেন।
কমিশন পাওয়ার পর তিন নারী পাইলট ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চতুর্বেদী এখন জঙ্গিবিমান চালানোর জন্য এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
ভারতীয় বিমানবাহিনীর জঙ্গি বিমানে পাইলট হিসেবে অভিষিক্ত হওয়ার জন্য ছয় নারী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চতুর্বেদী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের সবার বয়স ২০ এর কোঠায় । মোহনা সিং বলেন, আমাদের জন্য কোনো ছাড় ছিল না। শারীরিক ও মানসিক ফিটনেস দেখা হয়েছে। পরীক্ষা সবার জন্য একই ছিল।
ভারত গত বছরের অক্টোবরে জঙ্গিবিমানের ককপিটে নারী পাইলট প্রবেশের অনুমতি দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী পাইলট নিতে বিমানবাহিনীর একটি স্কিমের প্রতি সম্মতি দেওয়ার পর এ অনুমতি মিলেছে। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.