হিলারি কি স্যান্ডার্সের সমর্থকদের উপর নির্ভরশীল?

    haelareএম রবিউল্লাহ: মার্কিন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্সের সমর্থকরা কি হিলারিকে সমর্থন করবেন। প্রাথমিকভাবে হিলারি প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পেলেও সুপার ডেলিগেটসদের সমর্থনের জন্য অপেক্ষা করতে হবে। তা হলে বার্নির সমর্থকরা কোথায় যাবে তা অজানা বলে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা ও কর্মীরা মনে করছেন। প্রেস টিভি ও সিএনএন
    মার্কিন কংগ্রেসের গ্রীন পার্টির প্রার্থী হোনিং বলেন, অনেকে মনে করছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্সের সমর্থকরা হিলারিকে নাও সমর্থন করতে পারে। মার্কিন গণমাধ্যমে হিলারি ওয়াশিংটনের ৭৯ শতাংশ ভোট পেয়ে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন। এছাড়া কলাম্বিয়া প্রাইমারিতেও বিজয়ী হয়েছেন।
    তিনি আরো বলেন, যদিও হিলারি প্রাইমারিতে বিজয়ী হয়েছেন তবে আগামী জুলাইয়ে ফিলাডেলফিয়ায় দলের সুপার ডেলিগেটসের চূড়ান্ত মনোনয়নের জন্য অপেক্ষা করতে হবে কনভেনশন পর্যন্ত। কারণ শুরুতে তারা হিলারিকে কথা দিলেও শেষ পর্যন্ত কি করবেন তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। যদিও সুপার ডেলিগেটসদের সংখ্যা খুবই কম।
    অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইটক্লাবে ভয়াবহ হামলার পর অনেকটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রের মাটিকে নাড়িয়ে তুলেছে এ ঘটনা। এরে মধ্য দিয়ে অদ্ভুত একটি সপ্তাহ পার করছে মার্কিন রাজনীতি।
    এবারের নির্বাচনী প্রচারণার বিতর্কের প্রাণকেন্দ্রে ছিল রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যদিও সমকামীদের বিবাহের বিরোধীতা করেন। তবে তিনি নিজেকে এলজিবিটি সম্প্রদায়ের একজন প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে তিনি বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে দ্ব্যর্থক অবস্থান নিয়েছেন। যা কটাক্ষ করেছে ওবামাকে।
    এদিকে হিলারি ক্লিনটন মৌলবাদি ইসলাম শব্দটি ব্যবহার করে কার্যত বিচ্ছেদ ঘটিয়েছেন ওবামার সঙ্গে। তিনি জানান, দীর্ঘদিন থেকেই এ বিষয়ে সঙ্কায় আছেন তিনি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *