তাকদির নির্ধারণ

    আবু দারদা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করেন, অতঃপর তার ডান কাঁধে হাত মারেন ও ধবধবে সাদা এক প্রজন্ম বের করেন যেন তারা পতঙ্গ, অতঃপর বাম কাঁধে হাত মারেন ও কালো এক প্রজন্ম বের করেন যেন তারা জ্বলন্ত ছাই।
    অতঃপর ডান হাতের তালুর দিকে লক্ষ্য করে বলেন, এগুলো জান্নাতের জন্য, আমি কোনো পরোয়া করি না, বাম হাতের তালুর দিকে লক্ষ্য করে বলেন, এগুলো জাহান্নামের জন্য, আমি কোনো পরোয়া করি না’। [মুসনাদে আহমদ]
    গ্রন্থনা : ওয়ালিউল্লাহ সিরাজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *