রেজিস্ট্রেশনবিহীন যান নেই ঢাকায় : ওবায়দুল কাদের

    মাহমুদুল আলম : এক ধরনের বিশেষ ডিভাইস ব্যবহার করায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ঢাকা মহানগরীতে নেই বললেই চলে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে গতকাল সংসদ সদস্য সানজিদা খানমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
    মন্ত্রী বলেন, ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশ বিভাগও ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই কার্যক্রম অব্যাহত আছে।
    তিনি বলেন, স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করায় ভুয়া লাইসেন্স ব্যবহারকারী চালকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যানবাহনে বিশেষ নম্বর প্রবর্তন করায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ঢাকা মহানগরীতে এ ধরনের যানবাইন নেই বললেই চলে বলে জানান তিনি। সম্পাদনা : সুমন ইসলাম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *