নিজস্ব প্রতিবেদক ঃ নাট্যনির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর আসছে ঈদ উপলক্ষ্যে নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রথম ভালোলাগা’। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান। গত সপ্তাহে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে প্রথমবারের মতো হাসান জাহাঙ্গীরের বিপরীতে অভিনয় করেছেন তিন লাক্স তারকা বাঁধন, প্রসূন আজাদ ও এ্যালভিন। নাটকের গল্প প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন,‘ খুবই চমৎকার একটি গল্প। আমার চরিত্রের নাম ইশান। ইশানকে ভালোবাসে বাঁধনের ছোট বোন প্রসূন। কিন্তু প্রসূনেরই অজান্তে বাঁধনের সঙ্গে বাগদান হয় ইশানের। অন্যদিকে ইশানের মামাতো বোন এ্যালভিন ইশানকে নিয়ে স্বপ্ন দেখে। শুরু হয় জটিলতা। এগিয়ে যায় নাটকের গল্প।’ হাসান জাহাঙ্গীর আরো বলেন,‘ প্রথমে একজন নির্মাতাকে দিয়ে নাটকটি নির্মাণের কথা থাকলেও পরে ভেবে দেখলাম যেহেতু আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি, তাই আমাকেই যতœ করে কাজটি শেষ করা উচিত। বাঁধন , প্রসূণ ও এ্যালভিন খুব চমৎকার অভিনয় করেছেন। ’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন,‘ গল্পের কারণেই নাটকটিতে কাজ করা। আশা করি ভালোলাগবে দর্শকের। ’ প্রসূণ আজাদ বলেন,‘ একটু অন্যরকম গল্পের নাটক এটি। ঈদে দর্শক একটু ভিন্নতা চায়। ঠিক তেমনি নাটক এটি।’ এ্যালভিন বলেন,‘ হাসান জাহাঙ্গীর ভাইয়ার নির্দেশনায় এবারই প্রথম কাজ করলাম। তিনি খুব যতœ নিয়ে কাজ করেন। আমি নাটকটি নিয়ে খুবই আশাবাদী। ’ নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানান আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে ‘প্রথম ভালোলাগা’ নাটকটি। এদিকে এবারের ঈদে আরো নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন হাসান জাহাঙ্গীর। বাঁধন এরইমধ্যে শেষ করেছেন বেশকিছু ঈদের নাটক। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিরুল ইসলাম অরুনের ‘চক্রজাল’ ও অঞ্জন আইচের ঈদ ধারাবাহিক ‘বিপিএল’সহ আরো বেশক’টি ভালো নাটকের কাজ। প্রসূণ এরইমধ্যে শেষ করেছেন শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ‘চাঁদের মতো মেয়ে’ নাটকের কাজ। অন্যদিকে এ্যালভিন নতুন হিসেবে এবারের ঈদে বেশ কয়েকটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.