ঢাকা মেডিকেলের কাশ্মীরি ছাত্রী দিল্লিতে আটক
কায়কোবাদ মিলন : বাংলাদেশের মেডিকেল কলেজে অধ্যয়নরত কাশ্মীরের এক ছাত্রী দেশে ফেরার পথে শুক্রবার দিল্লি বিমানবন্দরে আটক হন। তিনি ঢাকা কলকাতা হয়ে নয়াদিল্লি পৌঁছেন। তারা সংখ্যায় ছিলেন ৪ জন। সকলেই ঢাকা থেকে যাত্রা করেন। সূত্র : এফ ইন্ডিয়া। মেডিকেল ছাত্রীকে আটকের মূলে ছিল তার লটবহরে লেখা ছিল ‘ক্যারিং বোম’। এই লেখা দেখে পুলিশ তাকে আটক…