কারা এসব জিইয়ে রাখছে?
রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে খুনের রাজনীতি প্রবেশ করল আরেক বলয়ে। একটা বিষয় মানতেই হবে, এ জাতীয় ঘটনার সূত্র আসলে অনেক গভীরে। সাধারণ মানুষ মেরে লাভ নেই এটা বোঝার পর খুনের শিকার হচ্ছিল লেখক, ব্লগাররা। পরে দেখা গেল, এটাতেও কাজ হচ্ছে না। সিনে চলে এলো, বিদেশ রিলেটেড মানুষজন। যাদের ডুয়েল সিটিজেনশিপ বা যাদের অন্যদেশের…