রমজান মাসে দানের সওয়াব
া ওমর শাহ রমজান আমলের বসন্তকাল। এ মাসে যেকোন আমলেরই রয়েছে দ্বিগুন সওয়াব। এ মাসের অন্যতম আমল দান-সদকা। গরিব-দুঃখী মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কারণ রোজা ফরজ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এ কল্যাণ তখনই অর্জিত হবে যখন রোজাদার দানের হাত প্রসারিত করবে। রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।’…