মন্ত্রী-এমপিরা ও পুলিশ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন দাবি শিবিরের

    রফিক আহমেদ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেছেন, জঙ্গি ও সাঁড়াশি অভিযান নিয়ে সরকারের মন্ত্রী, এমপিরা ও পুলিশ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। গতকাল শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
    ছাত্রশিবিরকে জড়িয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)-এর প্রধান কর্মকর্তা মনিরুল ইসলামের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবির নেতৃদ্বয় বলেন, টার্গেট কিলিংয়ের সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে সিটি কর্মকর্তা মনিরুল ইসলাম যে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন তাতে জাতি বিস্মিত। এটা নিকৃষ্ট মিথ্যাচারের উদাহরণ। নিরীহ ছাত্রদের গ্রেফতারের বৈধতা দেওয়ার জন্য পুলিশ এ নাটক সাজিয়েছে। মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে পূঁজি করে পুলিশ যে কাল্পনিক রটনা করেছে তাতে সত্যতার লেশমাত্র নেই। ফয়জুল্লার সঙ্গে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই তা উল্লেখ করে আমরা আগেই বিবৃতি দিয়েছি। একই সঙ্গে তার গ্রেফতারকে পূঁজি করে পুলিশ টার্গেট কিলিংয়ের যে গালগল্প সাজিয়েছে তারও কোনো বাস্তব ভিত্তি নেই।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *