পল্টনে সাত আদম ব্যবসায়ীকে জরিমানা ও পাসপোর্ট জব্দ

    মাসুদ আলম : রাজধানীর পল্টন এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে হয়রানি ও প্রতারণার অভিযোগে ৭ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালে র‌্যাব-৩ এর একটি দল এয়ারল্যান্ড ইন্টরন্যাশনাল লিমিটেড ও এটিভি ওভারসিজ লিমিটেডে অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন তাদের জরিমানা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন জানান, পল্টনের ৫৩/৩ নম্বর ডিআইডি এক্সটেশন রোডে এয়ারল্যান্ড ইন্টরন্যাশনাল লি. ও এটিভি ওভারসিজ লি.-এর অফিসে অভিযান চালানো হয়। তারা মানুষকে বিভিন্ন দেশে পাঠানোর নাম করে পাসপোর্ট আটক রেখে টাকা আদায় করত। ঘটনাস্থল থেকে ২২২টি ভিসা সম্পূর্ণ পাসপোর্ট, ৭৭০টি ভিসা প্রসেসিং এর জন্য পাসপোর্ট এবং ১১৪টি মেয়াদউত্তীর্ণ পাসপোর্ট উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, মানুষের পাসপোর্ট দীর্ঘদিন আটকে রাখার অপরাধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে মো. তাজুল ইসলামকে (৬২) ৫০ হাজার টাকা জরিমানা, মো. আব্দুল মাজেদ (৩১) ও মো. হুমায়ুন কবির রাসেল (৩৪) প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং স্বপন কুমার চক্রবর্তী (৫০), শওকত আলী (৪৬), শহিদুল আলম মজনু (৫৪) ও আব্দুর রহিম (৩৬) প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *