অবশেষে মুক্তি পাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’

    52778097রাশিদ রিয়াজ : শুক্রবারই মুক্তি পাচ্ছে বিতর্কিত ও বহুল আলোচিত ভারতীয় চলচ্চিত্র উড়তা পাঞ্জাব। অনুরাগ কাশ্যপের এই চলচ্চিত্র মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যে আবেদন করেছিল, তা নাকচ করে দেয়া দেশটির সুপ্রিম কোর্ট।
    এর আগে মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস নামে জলন্ধরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ছবিটি যেহেতু এই শুক্রবারই মুক্তি পাচ্ছে, সেজন্য যত শীঘ্রই এই আবেদনের শুনানি করার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ওই এনজিওর আইনজীবী। বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও এল নাগেশ্বর রাও-এর অবকাশকালীন বেঞ্চ প্রথমে এই পিটিশন গ্রহণের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছিল।
    বৃহস্পতিবার সেই পিটিশন শুনতেই রাজি হল না শীর্ষ আদালত। তবে, আবেদনকারী প্রয়োজনে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করতে পারেন বলেও আদালতের তরফে জানানো হয়েছে। এদিন ফ্যান্টম ফিল্মসের তরফে আদালতে হাজির হয়ে শীর্ষ আইনজীবী মীনাক্ষি অরোরা জানান, ঈইঋঈ এই ছবিকে মুক্তির সার্টিফিকেট দিয়েছে এবং ছবিটি ইতোমধ্যেই বিদেশে মুক্তি পেয়ে গিয়েছে। শুক্রবার ছবিটি ভারতের ৮ হাজার সিনেমা হলে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *