আমাদের বিবেকবোধের জলাঞ্জলি!

    ড. এম. শাহ্ নওয়াজ আলি

    আধুনিক সমাজে প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা আছে। যারা এসব পছন্দ করে না তারাই জঙ্গিবাদ সৃষ্টির প্রয়াস চালায়। সমাজ অস্থিরতায় কাজ করে যায়। কারা জঙ্গি তৎপরতায় সক্রিয়ভাবে কাজ করে তা তো পরিষ্কার। যারা আলোতে আসে না, অন্ধকারে থাকে, বসবাস করেÑ তাদের ছাড়া আর কারা? একজন মানুষের তো বাঁচার অধিকার রয়েছে। এখন রাতের অন্ধকারে খুন করলে মনে করি যে আততায়ী, দিনের আলোয় প্রকাশ্য যদি কেউ কাউকে খুন করে তাহলে আমাদের বিবেকবোধ, আমাদের অনুভব, আমাদের সভ্যতা কোথায় যেন জলাঞ্জলি দিয়ে এসেছি। এটা বলা কী ভুল হবেÑ আমরা আমাদের বিবেকবোধের জলাঞ্জলি দিইনি? বিবেকবোধ জলাঞ্জলিটি আসলে আমরা দিয়েছি। অথচ আধুনিক পৃথিবী, আধুনিক সভ্যতায়, আধুনিক বাংলাদেশÑ যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল প্রগতিশীল, উদারমনা মানুষদের বসবাসের জন্য।
    সময় ফুরোয়নি, এখনো আছে। ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানো আমাদের জন্য কঠিন কিছু নয়। কারণ লড়াই করে জিতে যাওয়া জাতি। স্বাধীনতা লাভ করেছি লাখো মানুষের রক্তের বিনিময়ে। সেখানে কিছু অসহিষ্ণু কিছু মানুষের অপতৎপরতায় আমরা দমে যাব, তা হয় না। হতে পারে না। অবাস্তব, অসম্ভব কল্পনা ছাড়া কিছুই নয়। আমরা যদি এক হই, একসঙ্গে কাজ করিÑ জঙ্গিদের সহিংসতার আগুন, হিংসার আগুন ছড়াতে পারবে না। এখনো নয়, কখনোই নয়। এটা আমার বিশ্বাস।
    পরিচিতি : সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    মতামত গ্রহণ : আশিক রহমান / সম্পাদনা : জব্বার হোসেন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *