রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট আজ

    ফয়সাল খান : গাবতলী গরুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর মাংস ব্যবসায়ীরা আজ ধর্মঘট পালন করবেন। গতকাল রাজধানীর হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
    বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি এ শেখ মো. আ: বারেক, সাধারণ সম্পাদক সামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, এজাজ আহম্মেদ বেহরশী, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।
    এ সময় বক্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে ধর্মঘটে যাচ্ছেন। এতে করে আজ রাজধানীতে কোনো দোকানে মাংস বিক্রি হবে না বলে জানান বক্তারা। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *