এক মাসের মধ্যে অর্ধেক দামে মোবাইল!

    হাসান আরিফ : স্মার্টফোন কেনার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গাড়ির চেয়েও দ্রুত স্মার্টফোনের দাম কমে যায়। এক মাসের পুরোনো হতে না হতেই স্মার্টফোনের মূল্য অর্ধেকে নেমে আসে।
    গত বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম মিউজিকম্যাগপাই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যেখানে গাড়ি এক বছরের পুরোনো হলে তার দাম ২০ শতাংশ পর্যন্ত কমে, কিন্তু স্মার্টফোনের দাম এক মাসের মধ্যেই ৬৫ শতাংশ কমে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোন তার দাম ভালোমতো ধরে রাখতে পারে। স্মার্টফোনের দাম কমে যাওয়ার কারণ হচ্ছে উন্নত, দ্রুতগতির ও প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন নতুন মডেল বাজারে চলে আসা। এ ছাড়া নির্দিষ্ট মডেলের নতুন ফোনের চাহিদা বেড়ে যাওয়ায় ফলে পুরোনো মডেলের জনপ্রিয়তা কমে যায় এবং তার দাম কমে যায়। তথ্যসূত্র: আইএএনএস।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *