দীপক চৌধুরী : স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের লোকসভার সদস্য ও দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।
এসময় অভিজিৎ মুখার্জি বলেন, বাংলাদেশ ও ভারতের বিশেষ করে, পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি, ভাষা ও আচার-আচরণ এক। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও প্রসার হলে এর মাধ্যমে দুই দেশের মানুষের সম্পর্কের উন্নয়ন ঘটবে। বাংলা ভাষার উন্নয়নে দুই দেশের কবি-সাহিত্যিকদের সম্মিলিতভাবে বাংলা ভাষা চর্চার সুযোগ সৃষ্টি ও যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বানও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের এমপি অভিজিৎ সাক্ষাতের সময় বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের সীমান্ত এলাকায় আরও বেশি সংখ্যক বর্ডার হাট চালু এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
প্রণবপুত্র বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হচ্ছে। বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ভূয়সী প্রশংসাও করেন অভিজিৎ মুখার্জি।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘খুবই চমৎকার’ উল্লেখ করে স্পিকার শিরীন শারমিন বলেন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগসহ উন্নয়নের সব ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
এসব ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের এবং তা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশও এক্ষেত্রে উন্নতি সাধন করছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন। সম্পাদনা : সুমন ইসলাম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.