আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটন সর্বশেষ ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রাইমারির দীর্ঘ পথ পাড়ি দিয়ে চূড়ান্তভাবে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হলেন। বাসস
তিনি বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে মূলত প্রতীকী জয়লাভ করেছেন। সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থনও নিশ্চিত করেন। আগামী মাসে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতের প্রাথমিক ফলাফল অনুযায়ী, হিলারি ওয়াশিংটনে ৭৮.৭ শতাংশ ভোট পেয়েছেন। এ সময় প্রায় ৬৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়। সম্পাদনা : ইমরুল শাহেদ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.