গুলিস্তানের হকারদের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন

    রফিক আহমেদ : গুলিস্তানের হকারদের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও পাতাল মার্কেটের পশ্চিম পাশের সিঁড়ির দেয়াল সংলগ্ন গড়ে উঠা ফুটপাত ব্যবসায়ীদের দৌরাত্ম্য এখন চরমে পৌঁছে গেছে। ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েসের পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
    বিবৃতিতে আশিকুল কায়েস বলেন, ফুটপাতের হকারদের কাছে সাধারণ মানুষ প্রতিনিয়ত হকার ব্যবসায়ীদের কাছে লাঞ্ছিত হতে হয়। কম বয়সী যুবকদের ক্ষেত্রে হকারা রীতিমত চড়াও হয়। ফুটপাতের উপর ত্রিপল দিয়ে একপ্রকার জায়গা দখল করে নিয়েছে এই হকার ব্যবসায়ীরা। ফুটপাতমুক্ত অভিযান চালানোর সময় তাদের মালামাল অন্যত্র সরিয়ে রাখা হয়। উচ্ছেদ অভিযান শেষে আবার ব্যবসায়ের কার্যক্রম শুরু হয়।
    তিনি বলেন, গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ি এবং মার্কেটের দেওয়ালের দুইপাশেই এই হকারদের ব্যবসায়ী কার্যক্রম; আর মাঝ বরাবর সরু রাস্তা, যে কেউ এই রাস্তা ব্যবহার করতে চাইলে প্রথম থেকে শেষ দোকান অব্দি তাকে সতর্কতার সঙ্গে পথ চলতে হয়। কেনাকাটার প্রতি কোনো প্রকার আগ্রহ না থাকলেও হঠাৎ হকাররা জনসাধারণের হাত টেনে ধরে গতি রোধ করেন কিংবা হাতের মোবাইল কেড়ে অথবা শার্টে ঝুলানো সানগ্লাসটাও মাঝে মধ্যে এই হকাররা হাতের মধ্যে নিয়ে কব্জা করে ফেলেন। এ ধরনের আচরণ সম্পর্কে তাদের কাছে কোনো কৈফিয়ত জানতে চাইলে সচরাচর উত্তর পাওয়া যায় না।
    তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে যেভাবে হকারদের দৌরাত্ম্য বেড়ে চলেছে তা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন সমাধান না করলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *