ঘাতক মায়ের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দাখিল

    বনশ্রীতে দুই সন্তান হত্যা

    সুজন কৈরী : রাজধানীর বনশ্রীতে দুই শিশুহত্যা মামলার আসামি মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বুধবার বিকেলে অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয়েছে। ডিবির খিলগাঁও জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. ইকবাল হোসেন জানান, পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক অভিযোগপত্রটি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবার থেকে দাবি করা হয়েছিল, রেস্টুরেন্টের খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
    কিন্তু শিশুদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া যায়। পরে র‌্যাব শিশুদের মা মাহফুজা মালেককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজ সন্তানদের শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।
    মাহফুজা র‌্যাবকে জানান, সন্তানদের পড়াশোনা নিয়ে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে সন্তানদের হত্যা করেন। এ ঘটনায় গত ৩ মার্চ নিহত শিশুদের বাবা আমানুল্লাহ মালেক মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা : পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *