আমি কোনো নতুন দল গঠন করছি না : বিদিশা

    রফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, আমি কোনো নতুন দল গঠন করছি না। যদি কেউ বলে থাকে তা নিতান্তই গুজব।
    জাতীয় পার্টি (জাফর) থেকে বেশকিছু নেতাকর্মী বিদিশার সঙ্গে যুক্ত হয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন এমন গুঞ্জনের প্রেক্ষিতে গতকাল দুপুরে তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি আমাদের অর্থনীতিকে এ কথা বলেন।
    বিদিশা সিদ্দিক বলেন, আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, তবে ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরে আসব কিনা তা এ মুহূর্তে বলতে চাই না।
    এদিকে জাতীয় পার্টি (জাফর) মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এ ব্যাপারে বলেন, বিদিশাকে নিয়ে আমাদের কারও কোনো আগ্রহ নেই। তাছাড়া তিনি এখন কি করছেন এবং ভবিষ্যতে কি করবেন তাও আমাদের জানার প্রয়োজন নেই। তিনি বলেন, বিদিশাকে বিএনপির ইফতার পার্টিতে কে দাওয়াত দিয়েছে এবং কে নিয়ে গেছেন আমি কিছুই জানি না।
    উল্লেখ্য, সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাওয়াত পেয়ে ইফতার পার্টিতে অংশ নেন বিদিশা সিদ্দিক। খালেদা নিজেই তাকে দাওয়াত দিয়েছেন বলে জানা গেছে। এরপর থেকে বিদিশার নতুন দল গঠনের গুঞ্জনের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *