‘মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের ওপর রাশিয়ার হামলা’

    আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন সমর্থিত কথিত মধ্যপন্থি গেরিলাদের ওপর রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার দিনের শুরুর দিকে রুশ বিমান থেকে ওই হামলা চালানো হয়।
    মার্কিন শীর্ষ পর্যায়ের এ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানাফ এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ-বিরোধী গেরিলাদের ওপর রাশিয়া বিমান হামলা চালায়। এসব গেরিলা আমেরিকার সমর্থন পেয়ে থাকে বলে এ কর্মকর্তা স্বীকার করেন। তিনি বলেন, ‘রাশিয়ার সর্বশেষ এ তৎপরতার কারণে তাদের উদ্দেশ্য নিয়ে মারাত্মক উদ্বেগ দেখা দিয়েছে। কেন রশিয়া এমন হামলা চালালো তার ব্যাখ্যা চাইব আমরা এবং ভবিষ্যতে যেন এ ধরনের হামলা না হয় তারও নিশ্চয়তা চাইব।’ মার্কিন কর্মকর্তা জানান, ‘বেশ কিছুদিন ধরে এ এলাকায় রাশিয়ার বিমানগুলো সক্রিয় ছিল না এবং কাছাকাছি সিরিয়া কিংবা রাশিয়ার সেনারা ছিল না।’

    মার্কিন সরকার ৫০ কোটি ডলার খরচ করে সিরিয়ায় কথিত মধ্যপন্থি গেরিলাদের প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু প্রশিক্ষণ শেষে এসব গেরিলা তাদের অস্ত্র ও গোলাবারুদ চূড়ান্তভাবে আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে দিয়ে দিয়েছে। আন-নুসরার সঙ্গে আইএসআইএল বা দায়েশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *